নলহাটি ২: শীতলগ্রামে তৃণমূলের ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্রে বৈঠক সারলেন জেলা INTTUC র জেলা সভাপতি, জেলা যুবর সহ সভাপতি
নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর এক ও শীতলগ্রাম অঞ্চলের তৃণমূলের ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্রে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক সারলেন INTTUC র জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূলের সহ সভাপতি অসিম আলি ভিক্টর ,ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য দলের আহ্বায়ক রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাহের রানা, শুভাশীষ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বরুন ভট্টাচার্য, প্রাক্তন ব্লক সভাপতি কুদরতে খোদা সহ আরো অনান্য নেতৃত্বরা।