খয়রাশোল: খয়রাশোলের গোষ্ঠ মেলায় উপচে পড়া ভিড়, পুলিশের তৎপরতায় স্বস্তি ফেরাল যান চলাচল
খয়রাশোলের ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলার তৃতীয় দিনেও ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার রাতে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের রাস্তায় দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম। ফলে এলাকায় সৃষ্টি হয় যানজট, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বহু গাড়ি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় প্রশাসন। খয়রাশোল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে বিশেষ পুলিশ দল মেলা প্রাঙ্গণে মোতায়েন থাকে এবং তৎপরতার সঙ্গে যানজট নিয়ন্ত্রণে আনে।