রামপুরহাট ২: মৃতদেহ উপর চম্বন রামভক্ত হনুমানের ভাইরাল ভিডিও
তারাপীঠে চাঞ্চল্যকর ঘটনা — মৃতদেহকে জড়িয়ে ধরলেন ‘রামভক্ত হনুমান’, ভাইরাল ভিডিও ঘিরে আলোড়ন তারাপীঠে ঘটল এক বিস্ময়কর ও চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে রামপুরহাট ২ নম্বর ব্লকের তারাপীঠে এক ব্যক্তিকে মৃতদেহকে চুম্বন করতে ও জড়িয়ে ধরে প্রণাম করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে ‘রামভক্ত হনুমান’ বলে পরিচয় দেন। ঘটনাস্থল থেকে জানা যায়, মৃতদেহটি শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি হঠাৎ মৃতদেহটির সামনে এসে তীব্র আপত্তি জানান।