ইংরেজবাজার: সাতটারি ব্রিজ এলাকায় ট্রাক্টর এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ
ভয়াবহ পথ দুর্ঘটনা মালদহের ইংরেজবাজার থানার সাতটারী এলাকায়। ট্রাক্টর ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। পাথর বোঝাই ট্রাক্টর কালিয়াচকের দিক থেকে সাতটারী যাওয়ার পথে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর কে ধাক্কা মারলে দুমড়ে যায় চারচাকা গাড়িটি। চার চাকা গাড়িতে ছিলেন দুজন। ট্রাক্টরে ছিলেন একজন চালক। জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির একটি চার চাকা গাড়ি সাতটারী হয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল।