তেহট্ট ১: ৮৫ বছরে এসে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ,চিন্তায় পুরাতন জিৎপুরের বৃদ্ধা পদ্ম বিশ্বাস
Sir খসড়া তালিকায় নেই নাম, নাগরিকত্বের প্রমাণের জন্য তেহট্ট ওয়ান বিডি অফিস থেকে দেওয়া হয়েছে ৮৫ বছরের পুরাতন জিৎপুর বৃদ্ধা পদ্ম বিশ্বাস কে,সেই কারণে মঙ্গলবার দুপুর ১২ টার সময় নাগরিকত্বের প্রমাণ দিতে বৃদ্ধা পদ্মা বিশ্বাস হাজির হয়েছেন তেহট্ট ১ বি ডি ও অফিসে।