কাঁকসা: দীর্ঘক্ষণ রেল গেট থাকে বন্ধ,সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে,যার কারণে পানাগড়ে ৩নম্বর রেল গেট অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে রেল গেট।যার কারণে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।নিত্যদিনের সমস্যার জেরে ক্ষুব্ধ হয়ে পড়ায় এক ঘন্টা ধরে পানাগড় স্টেশন সংলগ্ন ৩নম্বর রেল গেট বন্ধ করে রাখে নিত্যযাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা।স্থাযীযদের বিক্ষোভের জেরে গেটের দুই প্রান্তে দাঁড়িয়ে পরে বহু দূরপাল্লা ও লোকাল ট্রেন।রেল গেটে লাইনের উপর দাঁড়িয়ে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে থাকে।বিক্ষোভ উঠাতে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা।