চাঁচলে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁচলের তরলতলা এলাকায় আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় ৫০০ জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা মানুষদের কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে শুধু কম্বল বিতরণই নয়, তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করা হয়। কর্মসূচিতে এলাকার বহু দরিদ্র ও অসহায় মানুষ অংশগ্রহণ করেন।