রয়েছে বাড়ি বাড়ি কল, কিন্তু সেই কলে পরে না জল! কাউকে এক কিলোমিটার, আবার কাউকে দেড় কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে এসে জল পান করতে হয়। বিভিন্ন দপ্তরে জানিও কোন ফল হয়নি। এ সমস্যা শুধু কয়েক দিনের নয়, প্রায় বছর দুয়েক ধরে রয়েছে সমস্যা। কালনা দু'নম্বর ব্লকের কল্যানপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামে বাড়ি বাড়ি পৌঁছেছে PHE তরফে দেওয়া পানীয় জলের কল, কিন্তু সেই কল দিয়ে বছর দুয়েক হলো পড়ছে না জল! একই সাথে গ্রামে বসেছে পাম্প সেই পাম্পেও চলেনি দু'বছর ধরে।