মাথাভাঙা ১: তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মাথাভাঙ্গা নজরুল সদনে বিনোদিনী নাট্য উৎসবের উদ্বোধন হলো
মিনার্ভা নাট্য চর্চা কেন্দ্র তথ্য ও সংস্কৃতির দফতরের আয়োজনে জলপাইগুড়ি বিভাগের বিনোদিনী নাট্য উৎসব শুরু হলো মাথাভাঙা নজরুল সদনে। বুধবার সন্ধ্যা সাড়ে 6 টা নাগাদএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন বিনয় কৃষ্ণ বর্মন, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস,পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অঙ্গীরা দত্ত, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য অতনু সরকার প্রমুখ।