গাজোল: ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড কিউব ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের১০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান গাজোলে
Gazole, Maldah | Dec 1, 2025 ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড অথরিটির রাস্তার কাজের দিকে নজর নয়,পাশাপাশি জাতীয় সড়কের পাশে অবস্থিত স্কুল গুলির দরিদ্র , মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে আরো ভালো ভাবে পড়া শোনা করতে পারে তার দিকেও নজর রয়েছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। গত 4 বছরের মতো এবারও তারা 44 জন ছাত্র ছাত্রীর হাতে তুলে দিলো স্কলারশিপ। এদিন সোমবার বেলা একটা নাগাদ গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠ