ছাওমনুতে ধাক্কা! তিপ্রা মথায় মোহনলাল, দুর্বল হলো কি বিজেপি? ছাওমনুর বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতি মোহনলাল চাকমা সম্প্রতি তিপ্রা মথায় যোগ দিয়েছেন। এই দলবদলকে বিজেপি-র শক্ত ঘাঁটিতে বড় ফাটল হিসেবে দেখা হচ্ছে। আজ সকালে এক সাক্ষাৎকারে মোহনলাল চাকমা স্পষ্ট জানান, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের প্রতি অসন্তোষই দল ছাড়ার মূল কারণ। রাজনৈতিক মহলের মতে, চাকমার মতো প্রভাবশালী নেতার যোগদানে ছাওমনু অঞ্চলে তিপ্রা মথার অবস্থান আরও মজবুত হলো,