কোচবিহার ১: শহরে যত্রতত্র নোংরা ফেলানোর বন্ধ করতে জরিমানার পথে নামল কোচবিহার পৌরসভা
শহরের যত্রতত্র নোংরা ফেলানোর অভিযোগে ফাইনের পথে নামল কোচবিহার পৌরসভা। শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ স্যানিটারি ইন্সপেক্টর এর নেতৃত্বে দশটি দোকানে ফাইন করা হয় মূলত প্রথম দিন সকলকে সচেতন করতে ১০০ টাকা করে ফাইন করা হয়েছে। এরপরেও যদি কেউ শহরে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে তাহলে পরিমাণ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এদিন এ বিষয়ে কি জানাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টর শুনুন