হলদিয়া আই ভিএল ধানশিরি কারখানায় শ্রমিকদের সিওডি চুক্তি হলো হলদিয়া উপসম দপ্তরে। মঙ্গলবার বিকাল তিনটার সময় কারখানার ম্যানেজমেন্ট, শ্রমিক প্রতিনিধি, উপ-সমদপ্তরে আধিকারিকবৃন্দের,BMSট্রেড ইউনিয়ানের প্রতিনিধি উপস্থিতিতে শ্রমিকদের COD চুক্তিবদ্ধ হয়। প্রায় 300 জন শ্রমিকের প্রায় সাত হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয় বলে জানান BMS জেলা সম্পাদক চন্দন প্রামানিক।