শুক্রবার সমুদ্রগড় নিমতলা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক কৃষকের। জানা গিয়েছে ধান বিক্রির পর ব্যাংক একাউন্টে ঢোকা ১০০০ টাকা কেটে যায় তার ব্যাংক থেকে। আর সেটি জানতে পেরেই সাইকেল নিয়ে হেঁটে ব্যাংকে যাওয়ার পথে সমুদ্রগড় নিমতলার কাছে নবদ্বীপ- বর্ধমান রুটের একটি বাস তাকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাশেম শেখের। তার বাড়ি সমুদ্রগড় এর দক্ষিণবাটি এলাকায়। ঘটনার পরই ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ।