রায়গঞ্জ: চিকিৎসা করাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো মায়ের, মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য করনদিঘির ঝাড়বাড়িতে, শোকের ছায়া পাঁচলোহায়
চিকিৎসা করাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো মায়ের, মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য করনদিঘির ঝাড়বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত মহিলার নাম সাকিনা বিবি, বয়েস আনুমানিক ৪৮ বছর, বাড়ি করনদিঘির পাঁচলোহা এলাকায়। পরিবারের দাবী মঙ্গলবার দুপুরে ছেলের বাইকের পেছনে বসে চিকিৎসা করাতে যাচ্ছিলেন তিনি। ঝাড়বাড়ি এলাকায় অন্য একটি বাইক পেছেন থেকে ধাক্কা দিলে পড়ে যান তিনি।