বুধবার দুপুর তিনটা নাগাদ কংগ্রেস এলাকার জেলায় সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা জম্মু-কাশ্মীর বিধানসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা ও প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। কোচবিহার জেলা কংগ্রেসের ডাকে কর্মী সভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে কেন ভারত সরকার কিছু বলতে পারছে না এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের এখানে যারা সংখ্যালঘু তারা আক্রান্ত হচ্ছে।