৯০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শুরু হলো পুরুলিয়ার এম এস এ ময়দানে। উদ্বোধন করলেন বিধায়ক তথা এম এস এর কার্যকরী সভাপতি সুশান্ত মাহাতো উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সদর সহ জেলা যুব আধিকারিক ও সহকারী যুব আধিকারিক এম এস এর কর্মকর্তারা।
পুরুলিয়া ২: ৯০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো পুরুলিয়ার এম এস এ ময়দানে উপস্থিত বিধায়ক মহকুমা শাসক - Purulia 2 News