ডেবরা: আষাড়ী সংলগ্ন এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলো মাল বোঝাই লরি
শনিবার বিকেল চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের আষাড়ি সংলগ্ন এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে উল্টে গেল মাল বোঝাই লরি।কলকাতা থেকে খড়গপুর যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। পরে ডেবরা থানার পুলিশ এবং এনএইচ এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাল বোঝাই লরিটিকে উদ্ধার করে।