আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল গলসি ২ মুলকের পক্ষ থেকে বেশ কিছু দাবি নিয়ে ভুঁড়ি পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি হল শুক্রবার দুপুর একটায়। এদিন আদিবাসী সমাজের মানুষজন তীর ধনুক, টাঙ্গি, তরোয়াল, দা ও লাঠি হাতে ভুঁড়িগ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। মূলত ভুঁড়ি পীর পারগানা বাবাকে ধরে মারধোর ও আদিবাসী নৃত্যশিল্পীদের সাথে অশ্লীল আচরণের জন্য ভুঁড়ি পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ কে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।