চাই নিরাপত্তা, চাই মর্যাদার সঙ্গে মাথা উচু করে বাঁচতে। চাল আর মদ নয়। মদ আর চাল দিয়ে মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছে। শুধু চাল আর শাকপাতা খেয়ে কিভাবে বাঁচবে মানুষ। কোনো কাজ নেই। একথা জানালেন 'জাগো নারী জাগো বহ্নিশিখা ' সংগঠনের উদ্যোগে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণকারী পুরুলিয়া থেকে আগত এক অঙ্গীকার যাত্রী। কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে