পর্যটন ও বিনোদনে নতুন জোয়ার: সেজে উঠছে কোটরা হাকিম সরদার চিল্ড্রেন পার্ক, হবে বোটিং-এর ব্যবস্থাও জানালেন বিডিও রাজীব দত্ত চৌধুরী উত্তর ২৪ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য সুখবর। ব্লকের গোপালপুর এলাকায় বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত 'হাকিম সরদার চিল্ড্রেন পার্ক ও পিকনিক গার্ডেন'-কে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। এবার থেকে শুধু স্থানীয়রাই নন, দূর-দূরান্তের মানুষও যাতে এখানে বনভোজন ও বিনোদনের জন্য আসতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হচ্