নলহাটি ২: ভারতীয় জনতা পার্টির নাগরিক সহায়তা কেন্দ্র SIR নিয়ে, উপস্থিত জেলা সম্পাদক, মন্ডল সভাপতি
নলহাটি দুই নম্বর ব্লকের হাঁসন দুই মন্ডলের ভদ্রপুর 1-- নাম্বার অঞ্চলের , 57 ও 59--নাম্বার বুথে ও শীতলগ্ৰাম অঞ্চলের , 84 , 90 ,ও 96--নাম্বার বুথে , এবং নওয়াপাড়া অঞ্চলের , 67 ও 78 নাম্বার বুথে, মোট 7--টি বুথের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ নিজ-নিজ বুথের, বিভিন্ন মানুষের সহযোগিতার জন্য নাগরিক সহায়তা কেন্দ্র খোলা হয়।ঐ সহায়তা কেন্দ্রে S-I-R এর ফর্ম ফিলাপ কর্মসূচি সাড়ে তারা।যাতে এলাকার মানুষ সকলে বৈধ্য নাগরিকত্ব পায় তার জন্য এই কর্মসূচি।