আগামী ১১ ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে শুরু হবে জেলা বই মেলা।সেই ১২ তম আলিপুরদুয়ার জেলা বই মেলার খুটিপূজো হলো শুক্রবার।এদিন সকাল এগারোটা নাগাদ প্যারেড গ্রাউন্ডে খুঁটি পুজো হয়।এদিন পুজো করে খুঁটি পুজো হয়।সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় সহ মেলা কমিটির অন্য সদস্যরা।বিভিন্ন কমিটি ভাগ করে এবছর মেলার আয়োজন করা হচ্ছে।