হাঁটিয়া টাটা মেমো প্যাসেঞ্জার ট্রেন টানা ১৬ দিন বন্ধ, ভোগান্তির আশঙ্কা রেলওয়ে যাত্রীদের। ফের একবার ট্রেন বন্ধের খবর সামনে আসছে। দক্ষিণ-পূর্ব রেলের মুরি চান্ডিল শাখার অন্তর্গত টাটা হাটিয়া ও হাটিয়া টাটা মেমো প্যাসেঞ্জার ট্রেন টানা ১৬ দিন বন্ধের খবর সামনে আসছে। যা এখন আদিত্যপুর হাঁটিয়া পর্যন্ত চলাচল বর্তমান ছিল। তবে সোমবার বিকাল চারটা নাগাদ রেলওয়ে সূত্রে জানা যায় ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা 16 দিন ট্রেন বন্ধ থাকবে। মূলত রে