কেন্দ্র রাজ্য বুঝি না কাজ চাই কাজ দাও।এই দাবিতে ১১ টি বাম সংগঠনের ডাকে গ্রামীণ কর্মসংস্থানের আওতায় ১০০ দিনের কাজ চালু করা এবং কাজের নিশ্চিতকরণের দাবিতে রাজভবন অভিযান।রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলনকারীরা আজ হাওড়া স্টেশনের সামনে থেকে হাওড়া ব্রিজ দিয়ে মিছিল করে কলকাতার উদ্যেশ্যে রওনা দেন।