পশ্চিম মেদিনীপুর জেলাতে এসআইআর প্রক্রিয়ার পরে খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা গেল দু লক্ষ তিন হাজার তিনশো একচল্লিশ জন ভোটারের নাম বাতিল হয়েছে। মঙ্গলবার এই খসড়া তালিকা প্রকাশ হয়েছিল। তারপর সমস্ত খতিয়ে দেখে জেলা প্রশাসনের আধিকারিকরা বুধবার বিষয়টি আরো নিশ্চিত করেন। প্রকাশিত হয়েছে ৩৮ লক্ষ ১২ হাজার ৫৫৬ জন ভোটারের নাম।