গ্রামীণ চিকিৎসকদের কেন্দ্রব্যাপী সংগঠন (R.M.P.A)-এর হবিবপুর ব্লক ইউনিটের উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। সভাটি অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের জিতু মঞ্চে,এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন R.M.P.A রাজ্য সহ-সভাপতি মহঃ কিম্বত আলি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির সম্পাদক মোঃ আমিনুল হক এবং হবিবপুর ব্লক ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য শ্যামসুন্দর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।