সন্দেশখালি এলাকা থেকে মারামারির ঘটনায় সোমবার দুপুর দুটো নাগাদ দুই টোটো চালককে আটক করল সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি এলাকায় টোটো তে যাত্রী তোলা কে কেন্দ্র করে গত শনিবার দুই টোটো চালকের মধ্যে মারামারি হয়। সেই ঘটনার পর আহত ওই দুই টোটো চালক প্রাথমিক চিকিৎসা করিয়ে একে অপরের বিরুদ্ধে সন্দেশখালি ধারায় অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করার জন্য ওই দুই টোটো চালককে আটক করলো সন্দেশখালি থানার পুলিশ। সুদাম মন্ডল ও বাসুদেব খাড়া নামে দুই টোটো চ