এলাকার কৃষকদের সহায়তার জন্য সরকারি ভর্তুকিতে আজ প্রায় ৫০ জন চাষীকে কৃষি সহায়ক জল পাম্প, পাওয়ার ট্রিলার বিভিন্ন যন্ত্রপাতি তুলে দিল পুরুলিয়া ২ নম্বর ব্লক কৃষি দপ্তর । এই শিবিরটি আয়োজিত হয় হাতুয়ারা এলাকায় অবস্থিত ব্লকের কৃষক বাজার চত্বরে । এই শিবিরে ব্লক কৃষি দফতরের ADA সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ।