মশাল দিঘী সাবর্বজনীন হরিবাসর কমিটির পরিচালনায় রাধা গোবিন্দের পুজা উপলক্ষে 40 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও নীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মশাল দিঘী সংলগ্ন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাম কীর্তন অনুষ্ঠান জমে উঠেছে। মশাল দীঘি সাবর্বজনীন হরিবাসর কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাত্রি 9 টা নাগাদ জানা গিয়েছে তাদের এই 40 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও নীলা কীর্তন অনুষ্ঠানে শিল্পীরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও রাজ্যের বিভিন্ন