হাওড়া-আমতা রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে মালবাহী কন্টেনার , একটি দ্রুতগতির মালবাহী কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিং ভেঙে সোজা নয়নজুলিতে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আনুমানিক ১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মালবাহী কাঞ্চনাট বড়গাছিয়ার দিক থেকে মুন্সিরহাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গতি ছিল অতিরিক্ত দ্রুত।