অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে আন্ডার ১৮ ইলিট লীগে রবিবার মুখোমুখি হল এস কে এম স্পোর্টস ফাউন্ডেশন এবং মোহনবাগান। কালনা অঘোরনাথ পাক স্টেডিয়ামে রবিবার রবিবার দুপুর দুটো থেকে শুরু হয় এই খেলা বিকেল সাড়ে চারটে পর্যন্ত খেলা শেষে ৩-০ গোলে মোহনবাগান এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন কে পরাজিত করে।