ঝালদা ১: সারিডীতে বিজেপির বৈঠক ও যোগদান শিবির
সারিডীতে বিজেপির বৈঠক ও যোগদান শিবির। রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত বাঘমুন্ডি বিধানসভার তুনতুড়ি সুইসা অঞ্চলের সারিডি গ্রামের বুথ বৈঠক আয়োজিত হলো। যেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগাম নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাথেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। উপস্থিত ছিলেন বিজেপির জেলা পরিষদের সদস্য তথা ব্লক কনভেনার রাকেশ মাহাতো, সহ তিন নম্বর মন্ডল নেতৃত্বগণ।