পুরশুড়া থানার উদ্যোগে থ্যালাসেমিয়া সেবাশ্রম-এর সহযোগিতায় শনিবার স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল একটি লজে।জানা যায়,এই শিবিরে পুলিশ কর্মী সহ ৮২জন রক্তদাতা রক্তদান করেন।প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা,হ্যান্ড ব্যাগ ও শংসাপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ SDPO।পুলিশ ও সাধারণ মানুষের সুসম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাই পুলিশ।