২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং এলাকায় পরিবর্তন সভা বিজেপির। বরাবরই ওই এলাকায় বিজেপির ভোট বেশি। একচ্ছত্র অধিপত্য রাখতেই নির্বাচনের আগে তাই ওই এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পরিবর্তন সভার আয়োজন জেলা বিজেপির। বিজেপি ক্ষমতায় এলে কি কি সুবিধা পাবে-তা এলাকার মহিলাদের বোঝাতেই এই বিশেষ সভার আয়োজন হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়।