উলুবেড়িয়া ২: অনুষ্ঠিত হল চেঙ্গাইল বেলতলা শিবকালী মন্দিরের বার্ষিক কালীপুজো, উপস্থিত পৌর চেয়ারম্যান
চেঙ্গাইল বেলতলা শিবকালী মন্দিরের বার্ষিক কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে বুধবার। আর এদিনের এই পুজো অনুষ্ঠানে রাত্রি ৮ টা ৫০ মিনিট নাগাদ উপস্থিত হন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান সেখ ইনামুর রহমান সহ একাধিক বিশিষ্ঠ জনেরা।