রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কঙ্কনদিঘী অঞ্চলের শীতল মাইতি এলাকায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা। পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ শনিবার দুপুর দুটো নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন রায়দীঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা। চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন ।