আগামীকাল পহেলা মাঘ । পুরুলিয়া বাসীর কথায় আখ্যান যাত্রার দিন । আগামীকাল জেলার বহু জায়গায় বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে এবং অনেক ভক্তই দেব দেবীর নিমিত্তে হাঁস মুরগি ছাগ ইত্যাদি বলী দিয়ে থাকেন । তাই হাঁস মুরগি কেনার জন্য আজকে ভিড় লক্ষ্য করা গেল পুরুলিয়া দু নম্বর ব্লকের কুস্তাউরের হাঁস মুরগি হাটে ।