জমি বিবাদের জেরে দৌলায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন সাজা ঘোষণা রানাঘাট আদালতের। সূত্রের খবর, 2018 সালের জুলাই মাসে ধানতলা থানার দৌলায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে চাষের জমিতে কুপিয়ে খুন করে তারই ছেলে বাবুলাল মন্ডল। পরে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। অভিযোগ, বাবুলালের চাহিদা মতন সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে খুন করে ছেলে। আর সেই মামলাতেই 20 জনের সাক্ষদানের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত।