কুমারগ্রাম: ১০০ দিনের কাজ চালু সহ ৫টি দাবিতে NKS গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল CPM
১০০ দিনের কাজ চালু সহ ৫টি দাবিতে সোমবার নিউল্যান্ডস-কুমারগ্রাম-সংকোশ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল সিপিএম। দাবি গুলির সমর্থনে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা-কর্মীরা। ১০০ দিনের কাজ চালু ছাড়াও সংকোশ নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ, চা বাগান শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণা, বনবস্তিবাসীদের জমির অধিকার প্রদানের মতো ৫টি দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএমের কুমারগ্রাম এরিয়া সম্পাদক কুঞ্জবিহারি দাস সহ অন্যরা।