*ইনসেন্টিভের কালা ফরম্যাট পুড়িয়ে প্রতিবাদ আশাকর্মীদের* রাজ্যজুড়ে আশাকর্মীরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। কর্মবিরতির দ্বিতীয় দিনে ইনসেন্টিভের কালা ফরম্যাট পুড়িয়ে আশাকর্মীরা প্রতিবাদ জানান। নদিয়ার হরিণঘাটা B. P. H. C - অর্থাৎ হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে রাজ্য সড়কের ওপর আশাকর্মীরা ইনসেন্টিভের কালা ফরম্যাট পোড়ানো হয়। তাঁদের অভিযোগ, যে পদ্ধতিতে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। পাশাপাশি তাঁদের আরও দাবি, মোবাইল রিচার্জের বরাদ্দ বাড়াতে হবে। আশ