রামপুরহাট ২: SIR ফর্মের নাম করে নতুন প্রতারণা—ওটিপি শেয়ার না করতে সতর্ক করলেন মারগ্রাম থানার ওসি
এবার SIR ফর্ম নিয়েও জালিয়াতির ফাঁদ পেতেছে প্রতারক চক্র। এই বিষয়েই সাধারণ মানুষকে সতর্ক করতে শুক্রবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রামপুরহাট ২ নম্বর ব্লকের মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম।তিনি জানান, অনেকেই ভোটার সম্পর্কিত SIR ফর্মে নিজের মোবাইল নম্বর ও আধার নম্বর জমা দিচ্ছেন। এই তথ্যকে কাজে লাগিয়ে প্রতারকরা নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে ফোন করছে। “অ্যাপ্রুভাল” করার নাম করে তারা ওটিপি পাঠিয়ে সেটি শেয়ার করতে বলছে। কেউ এই প্রতারণার ফাঁদে পা দিলেই মুহূর্তে ব্