বাসন্তী: শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী রাস্তা উদ্বোধন হল,উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও, জেলা উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল।
গোসাবা ব্লকে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী রাস্তা উদ্বোধন হল ৩ টি রাস্তা। ৫ কিলোমিটার। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগণা তিনটি রাস্তা ও শুভ উদ্বোধন হলো আজ- জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল। গোসাবা জয়েন্ট বিডিও, সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান চন্দন মন্ডল,শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বরুন পরামাণিক।