শুক্রবার বিকেলে বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নবদ্বীপ পৌরসভা পরিচালিত ১১তম বর্ষ সকার কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা,প্রতিদ্বন্দ্বিতা করে বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি বনাম চাপরা A to Z ক্লাব,খেলার নির্ধারিত সময়ে কোনও পক্ষই গোল করতে না পারায় ফয়সালা করতে প্রথমে টাই-ব্রেকার ও পরে সাডেন ডেথ পদ্ধতি অবলম্বন করা হয়,সাডেন ডেথে চাপড়া A to Z ক্লাব ৫-৪ গোলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমীকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায়।