পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক অসীম কুমার সরকারের বিরুদ্ধে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ব্লক কংগ্রেস নেতৃত্ব। রবিবার এই কর্মসূচিকে কেন্দ্র করে বড়ঞা থানায় উপস্থিত ছিলেন কংগ্রেসের মহকুমা সম্পাদক সফিউল ইসলাম, ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী। রবিবার দুপুরে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম কুমার সরকার সম্প্রতি পবিত্র কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন।