ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করেও বাঁশের সেতু দিয়েই চলছে এলাকার লোকজন। বিগত দু মাস আগে আমবাসা ব্লকের রায়পাশা এলাকার এলাকাবাসীরা ব্রিজের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিল। তখন পূর্ত দফতরের আধিকারিকরা আশ্বাস দিয়েছিল পাঁচ দিনের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে। কিন্তু দুই মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ব্রিজের কাজ শুরু করা হয়নি। দপ্তরর আধিকারিকদের কথা শুনছে না ঠিকাদাররা। ঠিকেদার রূপক দেবনাথ ব্রিজের কাজটি এখন পর্যন্ত শুরু করেননি।