অন্নপূর্ণা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের অভিযানে গ্রামের বাড়ি ফাঁকা বীরভূমের মারগ্রাম থানার খাঁ–পুর এলাকায় অন্নপূর্ণা ঠাকুর বিসর্জনকে ঘিরে মালপাড়া ও মণ্ডলপাড়ার মধ্যে বচসা থেকে শুরু হয়ে দ্রুত তৈরি হয় উত্তেজনা। পরে দুই পক্ষের ঢিল ছোড়াছুড়িতে আহত হন এক পুলিশ কর্মী ও এক সিভিক ভলান্টিয়ারসহ আরও দুইজন। সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটে যায়। অভিযোগ, ওইদিন লাইট বন্ধ করে হঠাৎই শুরু হয় ইট–পাথর ছোড়াছুড়ি। আহতদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়