পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনস্থ হোম আবাসিক দের নিয়ে উত্তরবঙ্গ ব্যাপী নাটক, বসে আঁকো ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে মালদা জেলা জনশিক্ষা প্রসার বিভাগের ব্যবস্থাপনায় গোটা মালদা শহরজুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন হোম আবাসিকদের নিয়ে এক মিছিল অনুষ্ঠিত হলো। জানা যায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনি ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক।