বোলপুর-শ্রীনিকেতন: অমর্ত্য সেন কে SIR নোটিশ, ক্ষুব্ধ অনুব্রত! অন্যায় হয়েছে, নোটিশ দেওয়া ঠিক হয়নি বললেন অনুব্রত
আজ ৮ ই জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ বোলপুর হাই স্কুল প্রাঙ্গণে বার্ষিক অনুষ্ঠান ও আনন্দমেলার শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং WBSRDA-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। WBSRDA-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমর্ত্য সেনের SIR নোটিশ নিয়ে বলেন, অমর্ত্য সেনকে নোটিশ করা হয়েছে, পাশে আছি আমরা। অন্যায় হয়েছে, অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ দেওয়া ঠিক হয়নি।