২৫কে বিদায় জানানোর আগে প্রাণময় ২৫ উপলক্ষ্যে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের জোরাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোরাডি রতনপুর হাইস্কুলে ২৩ও ২৪শে ডিসেম্বর দুদিন ধরে রজত জয়ন্তী বর্য ও পুনমিলন উৎসব উদযাপন শুরু হল মঙ্গলবার সকালে।এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে এলাকায়।এরপর প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান মঞ্চে জমিদাতাদের ও কৃর্তি ছাত্র ছাত্রীদের সম্বোর্ধনা জানান হয়।এরপর অতিথিরা তাদের বক্তব্য পেশ করেন।